ঢাকা মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪ , ১৬ বৈশাখ ১৪৩১ আর্কাইভস ই পেপার

nogod
nogod
bkash
bkash
uttoron
uttoron
Rocket
Rocket
nogod
nogod
bkash
bkash

প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক কামরুল ইসলাম আর নেই

বিবিধ

আমাদের বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৫:২৪, ৩ মে ২০২৩

সর্বশেষ

প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক কামরুল ইসলাম আর নেই

জাতীয় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক কামরুল ইসলাম চৌধুরী মারা গেছেন। (ইন্নালিল্লাহি ওয়া-ইন্না ইলাইহি রাজি’উন)। তিনি দীর্ঘদিন ধরে লিভার সিরোসিসে ভুগছিলেন। তার লিভার ট্রান্সপ্লান্টের জন্য দুয়েকদিনের মধ্যে দিল্লি যাওয়ার কথা ছিল। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর।

মঙ্গলবার ২ মে রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে কামরুল ইসলাম শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

কামরুল ইসলাম দৈনিক সংবাদ ও বাংলাদেশ সংবাদ সংস্থায় দীর্ঘদিন সাংবাদিকতা করেছেন। সবশেষ গত ডিসেম্বরে তিনি বাংলাদেশ সংবাদ সংস্থা থেকে বার্তা সম্পাদক হিসেবে অবসর নেন। কামরুল ইসলাম চৌধুরী পরিবেশ সাংবাদিকতার পথিকৃৎ ছিলেন। তিনি পরিবেশ সাংবাদিক ফোরামের সভাপতিও ছিলেন। বিভিন্ন সময়ে বিশ্বের বিভিন্ন দেশে পরিবেশ সম্মেলনে যোগ দিয়েছেন কামরুল ইসলাম।

কামরুল ইসলাম চৌধুরী ১৯৬০ খ্রিষ্টাব্দের ৩০ ডিসেম্বর নোয়াখালীর সোনাইমুড়িতে জন্মগ্রহণ করেন। সাংবাদিকতার মাধ্যমে পরিবেশ উন্নয়ন ও সুরক্ষায় ভূমিকা রাখার জন্য ‘লায়নস অ্যাওয়ার্ড ফর প্রফেশনালস অ্যাকসিলেন্স’ পুরস্কার লাভ করেন তিনি।

রাতেই কামরুল ইসলামের মরদেহ নোয়াখালী সোনাইমুড়ির নিজ গ্রামে নেওয়া হবে। আগামীকাল বুধবার সকালে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

জাতীয় প্রেসক্লাব সভাপতি ফরিদা ইয়াসমিন ও সাধারণ সম্পাদক শ্যামল দত্ত কামরুল ইসলাম চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন। এক বিবৃতিতে নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং তার শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। 

জনপ্রিয়